পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বসাক বাজার নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বহনকৃত মোটরসাইকেলের চালক। নিহত হানিফ গাজী (৫২) গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পর পর তিনবার নির্বাচিত ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ গাজী বাড়ী থেকে পটুয়াখালী শহরের উদ্দেশ্যে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে বসাক বাজার এলাকা অতিক্রমকালে একটি শিশুকে বাচাতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এ সময় হানিফ গাজী ঘটনাস্থলেই মারা যান এবং তার চালক ভাগিনা শামিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হেলমেট ব্যবহার না করায় হানিফ গাজীর মাথায় প্রচন্ড আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ