ক্যারিবীয় মুল্লুকে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। খেলে ফেলেছে তিনদিনের প্রস্তুতি ম্যাচও। সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ।
একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর এমনটাই জানালেন, দলের প্রতিনিধি ইবাদত হোসেন। বিসিবির এক ভিডিও বার্তায় নিজেদের স্বস্তির কথা বললেন এই পেসার।
সোমবার প্রস্তুতি ম্যাচ শেষে ইবাদত বলেন, ‘তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হলো আজকে। প্রস্তুতি সবার খুব ভালো হয়েছে। ব্যাটসম্যানরা সবাই খুব ভালো করেছে। তামিম ভাই দেড়শ করেছেন, শান্ত পঞ্চাশ করেছে। ব্যাটিং অর্ডারে সবাই মোটামুটি ভালো করেছে।’
এরপর বোলিং বিভাগ নিয়ে স্বস্তি প্রকাশ করে তরুণ এই পেসার বলেন, ‘বোলিংয়ে আমরা ভালো করেছি, শুরুটা ভালো হয়েছে। মুস্তাফিজ যোগ দিয়ে আজকে প্রথম ওভারেই দুই উইকেট এবং সব মিলিয়ে তিন উইকেট নিয়েছে। প্রস্তুতির দিক থেকে তিন দিনের ম্যাচটি আমরা উপভোগ করেছি।’
আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ