২ জুলাই, ২০২২ ২১:১৪

শিক্ষক হত্যার বিচারের দাবিতে রায়পুরে মানববন্ধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শিক্ষক হত্যার বিচারের দাবিতে রায়পুরে মানববন্ধন

শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) সকাল ১১টায় রায়পুর উপজেলার ৪টি শিক্ষক সমিতির আহ্বানে পৌর শহরস্থ থানার সামনে আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও শিক্ষার্থী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ঢাকার আশুলিয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষকদের সুরক্ষায় বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন। 

মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ আ না ম নিজাম উদ্দিন, অধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন, প্রধান শিক্ষক শামছুত তাওহিদ, মাহবুবুর রহমান লিটন ও বলরাম মজুমদার প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে শিক্ষক হত্যার বিচার ও শিক্ষকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন পাশ করার দাবি জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর