নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে হত্যার কথা স্বীকার করে প্রধান আসামি হাসান ও ৩নং আসামি জয় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার বিকাল ৪টার দিকে দুই আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ’র খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল রবিবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে ১৬৪ ধারায় জবানবন্দির আবেদন করা হয়।
বিকাল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ’র আদালতে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। জবানবন্দি অনুযায়ী পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান জেলা পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
এসপি আরও জানান, মো. হাসিবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসান বাহিনীর প্রধান হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি রকি (২৬) ও ১১ নম্বর আসামি বাহার উদ্দিন (২২) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলার এ পর্যন্ত দুই দফায় মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর