কক্সবাজার টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ছৈয়দ আকবর (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উনছিপ্রাং বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে টেকনাফ মডেল থানার আওতাধীন উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের এক দল সদস্য অভিযান পরিচালনা করে জিআর নং- ২০৩/১৬ এর ৬ মাসের কারাদণ্ডসহ ও অনাদায়ে চার লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার মৃত হাজী আব্দুল আলীমের ছেলে ছৈয়দ আকবরকে ৩৮) গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর