পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর আলী হাওলাদার (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান। এর আগে বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামে তার নিজ বাস ভবনের সামনের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাসার সামনের রাস্তায় নানা আমীর আলী তার নাতিকে নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে একটি দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শোবিচমে প্রেরণ করেন। পরে তিনি মারা যান। মঙ্গলবার আসর বাদ তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাউফল থানার অফিসার্স ইনচার্জ ওসি আল মামুন জানান, বাসার সামনের সড়কে হাটতে বেড়িয়েছিলেন আমীর আলী। তখন একটি পাগল রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিলো। মূলত পাগলটিতে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে ধাক্কা দেয় তাকে। এতে পড়ে গিয়ে তিনি মাথায় চোট পায়। পরে তিনি রাত অনুমান ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ