টাঙ্গাইলের ধনবাড়ীতে চিহ্নিত মাদক ব্যবসীদের আইনি আওতায় এনে শাস্তির দাবিতে এলাকাবাসী র্যালি ও মানববন্ধন করেছে।
সোমবার (১১ জুলাই) বিকালে পৌর শহরের বান্দ্রা এলাকায় এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই র্যালি ও মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি হয়।
স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় জুয়েল রানা, সাখওয়াত হোসাইন, হাফিজুর রহমান গামা, শাহিনুর রহমান, আমেরিকান প্রবাসী মনিরুজ্জামান মিন্টু, শিক্ষার্থী রানা মিয়া, নাসির উদ্দিনসহ অনেকেই।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ওই এলাকাতে মানববন্ধনের বিষয়টি আমাদের জানা নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ