তথাকথিত 'বাবার' বিরুদ্ধে অপহরণ মামলা হয়। পরে ভক্তের স্ত্রীকে উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ। গাজীপুর থেকে সোমবার তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২২ জুন দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। জানা যায়, নেত্রকোণার পূর্বধলা উপজেলার নর নারায়ণপুর গ্রামের ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক তথাকথিত ফকির কয়েক মাস আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরী গ্রামে এসে আস্তানা গাঁড়ে।
পরে এখানে তার বেশ কিছু ভক্ত গড়ে ওঠে। এক পর্যায়ে ভক্তদের স্ত্রীরাও ওই আস্তানায় যাতায়াত শুরু করলে নারীলোভী ওই খেতা শাহের কুনজর পড়ে। এরই মধ্যে গত ২২ জুন তার এক ভক্তের স্ত্রী ৩ সন্তানের জননী নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি ওই খেতা শাও ওইদিন থেকে নিরুদ্দেশ হয়। ভক্তের দাবি, খেতা শাহ কৌশলে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। পরে স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে ভুক্তভোগী ভক্ত নিজে বাদি হয়ে তারাকান্দা থানায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক জানান, ভক্তের মামলার পর অভিযান চালিয়ে তার স্ত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ