টাঙ্গাইলের সখীপুরে আজাদ মিয়া (২৫) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার থেকে তাকে আটক করা হয়। সে ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের ইয়ারমামুদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পলাশতলী এলাকায় পুলিশের পোশাক পরে এক যুবক ঘোরাফেরা করছিল। তার পরিচয় জিজ্ঞেস করলে সে নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে স্থানীয়রা সখীপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ভুয়া পুলিশকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের পোশাক পড়ে সে টিকটক বানাতো। তবে আজাদ মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মতিতে তাকে ছেড়ে দিয়ে পোশাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ