দিনাজপুরের ৫টি উপজেলার মাদ্রাসা, এতিমখানসহ ৩ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কোরবানির মাংস বিতরণ করলো মুসলিম এরাউন্ড দি ওয়াল্ড অষ্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পাটিসেপ্টেরি একশান এন্ড রিফ্লেকশন (এসপিএআর)।
ঈদ উপহার হিসেবে কোরবানীর মাংস বিতরনে ৫ উপজেলার জন্য ৪৬টি গরু কোরবানি দেওয়া হয়।
ঈদের পরদিন সোমবার এবং মঙ্গলবার জেলার দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল এবং বীরগঞ্জ উপজেলার গরীব ও দুঃস্থদের মাঝে ঈদের কোরবানির মাংস বিতরন করা হয়।
দিনাজপুর সদর উপজেলা গোদাগাড়ী কলেজ মাঠে গরীব ও দুঃস্থদের মাঝে মাংস তুলে দেন এসপিএআরের নির্বাহী কমিটির চেয়ারম্যান তসলিম আলী ও দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
এই প্রকল্পের আওতায় বিরল, কাহারোল ও বীরগঞ্জে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন গ্রামে ২৫০টি টিউবওয়েল বসানো হবে বলে জানান এসপিএআরের নির্বাহী কমিটির চেয়ারম্যান তসলিম আলী।
বিডি প্রতিদিন/এএ