যশোরে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নাজিরশংকরপুর চোপদারপাড়ার আকবরের মোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
নিহত যুবদল নেতা ধনি যুবলীগ কর্মী ইয়াসিন হত্যামামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় আটক হওয়ার পর কয়েকদিন আগে তিনি জেল থেকে ছাড়া পান।
নিহত ধনির ভাই মনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ধনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত ৮/৯ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ধনির ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই মারা যান তিনি।
স্থানীয় একটি সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি একই এলাকায় ইয়াসিন নামে যুবলীগের এক কর্মী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। নিহত ইয়াসিনের এক নিকট আত্মীয়ের নেতৃত্বে ধনির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ইয়াসিনের ওই আত্মীয়ের বাবার সাথে ধনির ব্যবসায়িক বিরোধ ছিল।
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ধনি হত্যায় কারা জড়িত তা কারো অজানা নয়। খুনীদের ধরতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
যশোর পুলিশের মুখপত্র ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুনীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে র্যাবের পক্ষ থেকেও ছায়া তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, ধনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও সহযোগি সংগঠনগুলো নেতাকর্মীরা। তারা ধনি হত্যায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ