নেত্রকোনার হাওরসহ বন্যাদুর্গতের মাঝে ঈদ উপহার পৌঁছে দিল মানবিক নেত্রকোনা ও রক্তদানে নেত্রকোনা। বন্যায় এবার নিঃস্ব হয়ে বানভাসিদের মাঝে নেই কোনও ঈদের আমেজ। বেঁচে থাকাই এখন তাদের বড় চ্যালেঞ্জ। আর তাই নিজেদের ঈদ আনন্দকে জিইয়ে রাখতে সংগঠনগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায়দের সাথে।
নেত্রকোনা স্টেডিয়াম মাঠে ঈদের দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) একটি গরু কোরবানি দিয়ে অসহায়দের হাতে ঈদের মাংস তুলে দেয় রক্তদানে নেত্রকোনার স্বেচ্ছাসেবকরা। সংযোগ কানেক্টিংয়ের অর্থায়নে তারা গরুটি ক্রয় করে মাংস বিলিয়ে দেন যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন হতদরিদ্ররা।
এছাড়াও পানির ওপর ভেসে থাকা হাওরাঞ্চল নেত্রকোনার মদন উপজেলার প্রত্যন্ত গ্রামে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। ফেসবুক গ্রুপ 'মানবিক নেত্রকোনা' এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে নিজেদের অর্থায়নে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু ও বিভিন্ন মসলাসহ খাদ্য উপহার দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ