রাজবাড়ীর পৌরসভার ভবানীপুরে মাস্টারবাড়ীতে নারীদের শ্লীলতাহানি, পিটিয়ে জখমের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঢাকায় কর্মরত রাজবাড়ী বাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক লিটন চক্রবর্ত্তী। এ সময় রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জোতি শঙ্কর ঝন্টু, মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুল হক মিঠু সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউর মঞ্জু, ক্রীড়াবিদ রুহুল আমিন হীরা সহ অনান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ