ভোগান্তি ছাড়াই মানুষ ঈদ শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন। বিগত বছরগুলোতে এই সময় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন এবং যাত্রীদের ব্যাপক চাপ থাকতো। চরম ভোগান্তি পোহাতে হতো ঢাকামুখী যাত্রীদের।
তবে এবার অবস্থা ভিন্ন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা আরিচা মহাসড়ক, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে।
মঙ্গলবার সকাল থেকে লোকজন কর্মক্ষেত্র ঢাকামুখী হচ্ছেন। তবে কোনো ধরনের বিড়ম্বনা নেই।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গাড়িগুলোতে গাদাগাদি করে যাত্রী যাচ্ছে না। যাত্রীর জন্য বাসস্ট্যান্ডে বাস অপেক্ষা করছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় সেখানেও কোনো ধরনের ভোগান্তি নেই বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিডিপ্রতিদিন/কবিরুল