ঢাকার ধামরাইয়ের চৌহাট বংশী নদীতে বুধবার বিকালে লিডা খানম (২৫) নামের এক তরুণীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে দুইদিন আগে নিখোঁজ হয়েছিলন বলে জানা গেছে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত লিডা খানম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কহেলা গ্রামের আইয়ূব আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কহেলা গ্রামের আয়ুব আলীর মেয়ে লিডা খানম গত সোমবার নিখোঁজ হন। এরপর বুধবার ধামরাইয়ের চৌহাট এলাকার বংশী নদীতে অর্ধগলিত তরুণীর ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে মির্জাপুর থেকে নিহতের পরিবারের লোকজন ধামরাই থানায় এসে লাশ শনাক্ত করেন।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান বলেন, লাশ অর্ধগলিত হওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ