গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে মানিক মন্ডল (২২) নামে এক যুবককে বিদেশি মদসহ আটক করেছে র্যাব-৮। মানিক মন্ডল সাতপাড় মধ্যপাড়া গ্রামের উত্তম মন্ডলের ছেলে। গতকাল বুধবার সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮।
মাদারীপুর ক্যাম্প র্যাব-৮ সূত্রে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়ার গেটের সামনে পাকা রাস্তার উপর উপর অভিযান পরিচালনা করে মানিক মন্ডলকে বিদেশি মদসহ হাতেনাতে আটক করে হয়। এ সময় আটককৃত আসামির নিকট হতে আট বোতল বিদেশি মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ এক হাজার ছয়শত টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী ও দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত বিদেশি মদ ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় এবং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর