ব্রাহ্মণবাড়িয়ায় ছয় কর্মকর্তা ও কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ সময় অতিরিক্ত উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তাগণ হলেন- কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ-উল আলম, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, এল.এ.শাখার জারিকারক মো. ফজলু মিয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের জারিকারক পন্ডিত সরকার ও বিজয়নগর উপজেলার হরষপুরে কর্মরত ইউএলএও আবদুল ওহাব। ২০২১-২০২২ সালের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর