নীলফামারীর ডোমারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. জোবায়ের ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে ডোমার রেলস্টেশনের অদূরে ওই ঘটনাটি ঘটে। জোবায়ের ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া আটটার দিকে ডোমার স্টেশনে ঢুকছিল। এসময় স্টেশনের অদূরে রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন মো. জোবায়ের ইসলাম।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার্ (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয় সে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ