টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে শারমীন আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। হুগড়া ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমীন আক্তার ডিক্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকালে কয়েকজন সহপাঠীর সাথে শারমীন আক্তার যমুনা নদীর তীরে খেলতে যান। একপর্যায়ে তারা নদীর তীরে পানিতে নামলে পানিতে শারমীন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার পাশের গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ