সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ড.কাজী এরতেজা হাসান, সিআইপি। তিনি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হক শারীরিক অসুস্থ থাকায় চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার কারণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
এদিকে, দায়িত্ব পেয়ে বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত ও মন্তব্য খাতায় স্বাক্ষর করেন ড.কাজী এরতেজা হাসান, সিআইপিসহ নেতৃবৃন্দ।