ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ ভালুকা শাখা ওই কর্মশালার আয়োজন করে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ ভালুকা শাখার আহবায়ক আফতাব আহম্মেদ মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব বুলবুল আহাম্মেদের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মাহবু আলম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘শব্দকুঞ্জ’ আবৃত্তি সংগঠনের প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী আরিফ হাসান কর্মশালায় প্রশিক্ষণ দেন। ভালুকার বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে স্থানীয় কবি, সাহিত্যিক ও শিক্ষার্থীগণ ছড়া, কবিতা ও গান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এএ