নাটোরে জেলা পুলিশের আয়োজনে জেলা পর্যায়ের সকল সাংবাদিকদের নিয়ে ‘জাতীয় শোক দিবস ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত নাটোরের বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নাটোর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মহসীন এর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা।
বিডি প্রতিদিন/এএ