৮ আগস্ট, ২০২২ ১২:৫৮

গোপালগঞ্জে ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালে জন্মবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালে জন্মবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় চক্ষু হাপাতালে ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি  প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এরপর চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তাদের নিয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গমাতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া মোনাজাত করা হয়।

পরে হাসপাতাল চত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্ম নিয়ে ফটো গ্যালারীর উদ্বোধন করেন প্রধান অতিথি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

সকাল ১০ টায় চক্ষু হাসপাতালের কনফারেন্স রুমে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় হাসপাতালের উপপরিচালক ডা.একেএম আনওয়ারুল রউফ, সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, ডা.শাহরিয়ার কবির, ডা. নিপা ব্যাপারী, স্টোর অফিসার দিপক সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর