ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে মো. মিজান (৪২) ও মো. রাব্বি (১৫) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।
শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান কূলে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানান, শনিবার রাতে ঢালচরের কাছে নদীতে মাছ ধরছিলেন মিজান মাঝির ট্রলারের ৬ জেলে। এসময় জাল ফেলাকে কেন্দ্র করে অন্য একটি ট্রলারের জেলেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজান মাঝির ট্রলারের কিশোর রাব্বি ভয়ে নদীতে লাফিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে ট্রলারের মাঝি মিজান নদীতে ঝাঁপ দেয়। পরে দুইজনই তাদের জালে জড়িয়ে যায়। পরে অপর জেলেরা জাল টেনে তুললে মিজান ও রাব্বির লাশ পাওয়া যায়। আজ রবিবার সকালে লাশ নিয়ে ঘাটে ফিরেন জেলেরা।
বিডি প্রতিদিন/ফারজানা