ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা এ টি এম তারা মিয়াকে (৬৯) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে হাজীডাঙ্গী কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মো. ফকরুজ্জামান, আবদুর রাজ্জাক, ইউনুছ আলী, শাহজাহান খান প্রমুখ।
তার জামাতা মামুনুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা মিয়া। পরে চিকিৎসার জন্য প্রথমে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা