রেলের অব্যস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে ফরিদপুরের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ভাঙ্গা রেলস্টেশনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র শীল, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, ভাঙ্গা উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক সুভাষ মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম।
বক্তারা রেলের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করার আহ্বান জানান। বক্তারা ভাঙ্গা রেলস্টেশনে পাবলিক টয়লেট স্থাপন, লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো, রেলে আরও বগি স্থাপন, রেলের টিকিট ভাঙ্গা থেকে ছাড়ার কমপক্ষে এক ঘণ্টা আগে থেকে বিক্রির দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা