বিশ্ব গুম দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে ২ ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। জেলা বিএনপি আয়োজিত ও সাবেক ভিপি ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অবিলম্বে গুম, খুন, হত্যা, নির্যাতন বন্ধের দাবী জানান। গুম হওয়া সকলকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবী জানান।
বিডি প্রতিদিন/এএ