বিদেশ থেকে আসা নিলামযোগ্য একটি কন্টেইনার থেকে মনোকুলারসহ তিনটি বন্দুক উদ্ধার করা হয়েছে। রবিবার চট্টগ্রাম বন্দরের গুপ্তখালের সাউথ কন্টেইনার ইয়ার্ডে ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া যায়।
বন্দুকগুলো পুরোপুরি সচল কি না তা জানা যায়নি। এছাড়া কখন বন্দুকগুলো আনা হয়েছে, কারা এনেছে তাও জানতে পারেনি।
চট্টগ্রাম বন্দরের একাধিক সুত্র জানায়- রবিবার নিলামযোগ্য পণ্যভর্তি কন্টেইনারের ইনভেন্ট্রির সময় তিনটি বন্দুক পাওয়া গেছে। এ বন্দুকগুলোর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
বন্দরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছে- উদ্ধার হওয়া বন্দুকগুলো পাখি শিকারের কাজে ব্যবহৃত হয়। কোনো শৌখিন প্রবাসী কিংবা বিদেশি নাগরিক এসব বন্দুক ব্যাগেজের আওতায় বন্দরে এনেছিলেন। খালাসে জটিলতা বা অন্য কোনো কারণে বছরের পর বছর বন্দরেই পড়ে ছিল। বন্দুকগুলোর দু-এক জায়গায় জং ধরলেও মেরামত করলে সচল হতে পারে।