শিল্প এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে শিল্প কারখানার মালিক, শ্রমিকদের যৌথ ভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মাহাবুবর রহমান। রবিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে মত বিনিময় সভায় এ অনুরোধ করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, দি টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমাস শিমুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
প্রধান অতিথি মাহাবুবর রহমান বলেন, ২০১০ সালে শিল্প পুলিশ সৃষ্টির পর থেকে দেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য শিল্প-কারখানায় অরাজকতা অনেকটা কমে এসেছে। শ্রমিক অসন্তোষও নেই। এর ধারাবাহিকতা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় পাশে থাকবে। সকল শিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্যের বিকল্প নেই।
বিডি প্রতিদিন/নাজমুল