নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ডিসির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, এডিসি (সার্বিক) মনির হোসেন, এডিসি (রাজস্ব) মোহাম্মদ সোহেল মাহমুদ, এডিএম আব্দুলাহ আল মনসুর, সদর ইউএনও মাহমুদা আক্তার, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, আলপনা বেগম ও সোহান আহমেদসহ অন্যরা।
এতে তথ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। তথ্য অধিকার আইন সম্পর্কে প্রেজেন্টেশন শেষে তথ্য পাওয়া না পাওয়া নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকরা।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এক সময় ছিল নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখন এই ডিজিটাল বিশ্বায়নের যুগে ‘ইনফরমেশন ইজ পাওয়ার’। তাই আমাদের সমন্বয়ের মাধ্যমে এর সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিডি প্রতিদিন/এমআই