নৌকাডুবির ঘটনায় বুধবার বিকেলে আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামুন হাট ইউনিয়নে করোতোয়া নদীতে নৌকাডুবিতে এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। চতুর্থদিনের মতো বুধবার ভোর বেলা থেকে আবারো উদ্ধার কার্যক্রম শুরু করে ১২টি দল।
জানা গেছে, উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম হিমালয়। তিনি দেড়মাস আগে বিয়ে করেন। নববিবাহিত স্ত্রী বন্যাসহ সে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। আউলিয়ার ঘাটে সে নৌদুর্ঘটনার কবলে পড়ে। স্ত্রী বেঁচে গেলেও হিমালয় পানিতে ডুবে যায়।
এদিকে, তথ্য কেন্দ্রের মতে, আরও ৩ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ১ জন নারী, বাকি ২ জন পুরুষ। আত্মীয়ের মরদেহ খুঁজতে এখনো করোতোয়া পাড়ে স্বজনরা আহাজারি করছেন। জীবিত পাবার আশা ছেড়ে দিয়ে তারা এখন অন্তত মরদেহগুলো চাচ্ছেন। নিহতদের পরিবারগুলোকে এরই মধ্যে জেলা প্রশাসন থেকে ২০ হাজার, ধর্মমন্ত্রণালয় ২৫ হাজার এবং রেল মন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
এর আগে, গত রবিবার দুপুরে ডুবে যাওয়া নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।
বিডি-প্রতিদিন/শফিক