বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বুধবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বাউবির শিক্ষক সমিতি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মেহেরীন মুনজারিন রত্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ভার্চুয়ালি যুক্ত হন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
আলোচনার সভায় আরো ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সরকার মো. নোমান, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার। আলোচনা সভায় বাউবির বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন বুধবার বিকেলে এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ