প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বাদ যোহর এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্থতা, দীর্ঘায়ু, রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনাসহ দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীনগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রারসহ শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ