টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাবেক প্রধান শিক্ষক, মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মীর শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার গড়গোবিন্দপুর জামতলা এলাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি সখীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি, রাবেয়াবাহার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন জনকল্যাণ মূূলককাজে নিয়োজিত ছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে দুই দফায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই