সাফ জয়ী নারী ফুটবলার দলের ডিফেন্সের খেলোয়াড় আঁখি ছাদখোলা জিপে শাহজাদপুরে পৌঁছলে মুহুমুর্হু শ্লোগান আর ঢোলের বাদ্য উৎসবমুখর পরিবেশে ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আঁখিকে এশুভেচ্ছা দেয়া হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আখিকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভ‚মি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদ ও আঁখির বাবা আক্তার হোসেনসহ ফুটপ্রেমীরা।
ভক্তদের উদ্দেশে নারী ফুটবলার আঁখি খাতুন বলেন, আজ আমার খুব ভালো লাগছে-আনন্দ লাগছে। আজ খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। সবসময় আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমার মনোবল দৃঢ় করবে।
বিডি প্রতিদিন/এএ