সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাট সনাতন পরিবারের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে এসব বস্ত্র বিতরণ করা হয়।
সনাতন পরিবারের সভাপতি জীবন কুমারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) তরিকুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশোক কুমার ঠাকুর।
আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা, কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি নির্মল কুমার মন্ডল, সনাতন পরিবারের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বর্মনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই