চাঁদপুরের মেঘনা নদী থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে হাইমচরের কাটাখালী লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত (৪০)র মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান। তিনি বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ নীলকমল নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম