ভোলা, নোয়াখালী, চিটাগাং, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের সিত্রাং জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বাতিল করেন দিনাজপুর নাট্য সমিতির কর্তৃপক্ষ এবং তাদের স্মরণে ও সমবেদনা জানিয়ে শোক সমাবেশ ও শোক প্রস্তাব গ্রহন করা হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশের অন্যতম শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিল্পকলা পদক প্রাপ্তিতে আনন্দ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করার কথা ছিল।
এসময় দিনাজপুরের সকল সাংস্কৃতিক কর্মীবৃন্দ আনন্দ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য জমায়েত হলেও পরে শোক সমাবেশ করেন তারা।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু জানান, দেশের প্রলয়ংকরী জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ের কবলে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বাতিল করেছি। তবে অন্যান্য কর্মসূচী যেমন নাট্য সমিতির মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন, পোনে ৭ টায় স্বপ্ন ভঙ্গের রাঙ্গমঞ্চ নাট্যাংশ ও সাড়ে ৭ টায় শিল্পকলা একাডেমী পদক প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ