গাজীপুরের কাপাসিয়ায় মাটির ঘর ধ্বসে আনিসুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বড় ভাই আল আমিন (১১) গুরুতর আহত হয়েছে। আহত আল আমিনকে কাপাসিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান কাপাসিয়া উপজেলার ইকুরিয়া গ্রামের বেলায়েত মোল্লার ছেলে। শিশুটির বড় আহত আলামিন চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১০টার দিকে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামের বেলায়েত মোল্লার বাড়িতে তার টিনের বসতঘর সংলগ্ন চাচাতো ভাই মনসুরের পূর্ব ভিটার মাটির বসত ঘর ঝড় বৃষ্টির কারণে ধ্বসে গিয়ে তার (বেলায়েতের) টিনের বসতঘরের উপর পড়ে যায়। ঝড় বৃষ্টির মধ্যে স্থানীয় লোকজন বেলায়েত মোল্লা ও তার পরিবারের লোকজনকে উদ্ধার করে। এসময় বেলায়েত মোল্লার ছেলে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যায় ও তার ভাই আল আমিন গুরুতর আহত হয়। আহত আল আমিনকে কাপাসিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। তাদের ক্ষতিগ্রস্ত হওয়া বসত ঘর মেরামত এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম