রংপুর নগরীর লালবাগ রেল-ক্রসিংয়ে ট্রেনে কাটা পরে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেন রংপুরে প্রবেশের সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম শিউলি রানী রায় (২৮)। তিনি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী। শিউলি রানী রংপুর নগরীর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের কন্যা।
রংপুর জিআরপি পুলিশের এসআই মোঃ মোস্তফা কামাল জানান, সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এলআর কমিউটার ট্রেন রংপুরে আসছিল। লালবাগ রেল ক্রসিংয়ে শিউলি কাটা পড়ে নিহত হন। নিহতের লাশ জিআপি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারে সদস্যদের খবর দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম