কুমিল্লায় পরিত্যক্ত টিনের ঘর থকে এক যুবকের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার দাউদকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশের পরিত্যক্ত ঘর থেকে মঙ্গলবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর ধরে ঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘরটির চারপাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বিকালে ওই ঘরের পাশে বালুর মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে পরিত্যক্ত ঘরের পাশে গিয়ে ফুটবলটি পড়ে। খেলোয়াড়রা ফুটবলটি আনতে গেলে মরদেহটি দেখতে পায়। পরে তারাই পুলিশকে খবর দেয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, যুবকের পরিচয় শনাক্ত করতে পারিনি। আত্মহত্যা নাকি হত্যা এখনও বলা যাচ্ছে না। তবে মরদেহটি কয়েকদিন আগের এবং মুখ বিকৃত হওয়ায় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম