নাটোরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাতকারী বখাটে আল আমিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জেলার বড়াইগ্রাম উপজেলার লোটাবাড়িয়া গ্রামের বড় বোন নাছি বেগমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নাটোর সদর থানার এসআই আফজাল হোসেন।
দীর্ঘদিন যাবত মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সোমবার সকালে নাটোর সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের সিরাজ ভুঁইয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিবেশি বখাটে যুবক আল আমিন।
বিডি প্রতিদিন/এএম