নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী গ্রামের জাকির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. কবির হোসেনকে কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল র্যাব-১৫ এর সহায়তায় অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. কবির হোসেন (৩৮) ফতুল্লার আকবরনগর এলাকার ফুলু খাঁয়ের পুত্র।
জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী গ্রামের জাকির হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ অক্টোবর স্থানীয় ইউপি মেম্বার রশিদ আহাম্মেদসহ ১৯ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়। নিহত জাকিরের স্ত্রী মোর্শেদা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকার মৃত আব্দুল মালেক বয়াতির পুত্র আওলাদ হোসেন, পূর্ব গোপালনগরের মৃত আজগর আলীর পুত্র স্থানীয় ইউপি মেম্বার রশিদ আহাম্মেদ (৪২), আকবরনগরের ছামেদ আলীর ৫ পুত্র রাজিব (৩৫), গণি (৪২), আরিফ (৪০), সজিব (৩২), হৃদয় (৩০), একই এলাকার সাদেক আলীর পুত্র আবুল হোসেন (৪৫), ফুলু খাঁ এর দুই পুত্র কবির হোসেন (৩৮) ও নবী হোসেন (৪০), ফিরোজ বাবুর্চি’র পুত্র রাজু খাঁ (৩২), কাশেমের পুত্র আমিন (৩৫), মৃত তাহের আলীর পুত্র সাইদুল (৩৮), উত্তর গোপালনগর সিপাইপাড়ার মৃত দুলাল সিপাই’র পুত্র কাদির সিপাই (৪৫), উত্তর গোপালনগরের মৃত আব্দুল মালেক বয়াতির পুত্র আবুল হোসেন (৪৮), মধ্যনগরের রহমানের পুত্র সোহেল (৩৫), পূর্ব গোপালনগরের ফজর আলীর পুত্র জসিম ওরফে কালা জসিম (৪২), মধ্যনগর ফকিরবাড়ী এলাকার মৃত দিল মোহাম্মদ ওরফে দিলু’র পুত্র কবির হোসেন (৪২), উত্তর গোপালনগরের আওলাদ হোসেনের পুত্র আশিক (২৮)।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জাকির হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলা হওয়ার পর থেকেই হত্যাকারীরা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে গিয়েছিল। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে র্যাব একটি ছায়া তদন্ত শুরু করে এবং নৃশংস হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল র্যাব-১৫ এর সহায়তায় কক্সবাজার এর সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা হতে হত্যাকারী মো. কবির হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ