পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তুচ্ছ ঘটনায় মামাকে পানিতে চুবিয়ে হত্যা করা ভাগ্নের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা শহরে কয়েক হাজার নারী ও পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এসময় তারা ইন্দুরকানী বাজারের ঔষধ ব্যবসায়ী ও সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারী আব্দুল খালেক হাওলাদার (৬৫) এর হত্যাকারী মজিরুল আকনের (৪৫) ফাঁসির দাবি করে।
মানববন্ধনে নিহত খালেক এর ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন ও স্থানীয়রা খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
প্রসঙ্গত, গত রবিবার সকালে ইন্দুরকানী বাজারে নিজের বাসা থেকে হাঁটতে বের হওয়ার পর মজিরুল কৌশলে খালেককে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে নিয়ে যায়। এরপর সেখানে একটি ডোবার পানিতে ডুবিয়ে তাকে হত্যা করে। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে বিরোধ ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ