চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। শহর থেকে ১২ কিলোমিটার দূরে সরোজগঞ্জের তেতুল শেখ কলেজে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল। অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সহ-সভাপতি আলী আজগার টগর এমপি প্রমুখ।
সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ৩৯২ জন কাউন্সিলর এবং পৌর আওয়ামীলীগের ২৫৭ জন কাউন্সিলর অংশগ্রহণ করছেন। সম্মেলনের মাধ্যমে দলের দুটি অঙ্গসংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে। এতে ত্যাগী, সৎ ও যোগ্য কর্মীদের গুরুত্ব দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ