ময়মনসিংহের ফুলপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশি কার্যক্রমকে বেগবান ও জনমুখী করার লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া ডি.ইউ. বালিকা মাদ্রাসায় বিট ভিত্তিক ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, নকলা উপজেলার ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান (রোকন), বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন দুদু, বিটের ইউপি সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ। আমন্ত্রিত নেতৃবৃন্দ এলাকায় মাদক, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।
এছাড়া অনুষ্ঠানে জুয়া, মাদক, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মোবাইলে ফেসবুক ব্যবহারে সতর্কতা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে আলোচনা করা হয়। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং ওপেন হাউজ ডে আয়োজন অব্যাহত আছে। আপনাদের যে কোন জরুরী প্রয়োজনে, পুলিশের সহায়তা নিন। সাবধানে ও নিরাপদে থাকুন।
বিডি প্রতিদিন/এএ