আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, সে সময় বাংলাদেশের স্বাধীনতা কিছু মানুষ বিরোধিতা করেছে। সেই বিরোধিতাকারীদের মধ্যে আলেম, মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষক তারা বেশিরভাগ ইসলামের কথা বলে, পাকিস্তান মানে মুসলমান, আর বাংলাদেশ যে নতুন শব্দ আসছে জয়বাংলা নামে সেটা হিন্দু, এ ধরনের বিভিন্ন ফতোয়া দিয়েছে। এই ফতোয়া দেওয়া মুক্তিযুদ্ধের সময়ের পরাজিত শক্তি, তারা এখনো বাংলাদেশে রয়েছে এবং তাদের রক্তের উত্তরাধিকার যারা, তারাই সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প, এখনো তারা ছড়াচ্ছে।
সোমবার দুপুরে জামালপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা পরিষদের প্রশাসক ফারুক আহম্মেদ চৌধুরী ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে দলই বক্তব্য দেই, সব বক্তব্যের উপরে যারা ধর্মীয় গুরু রয়েছেন, তারা যদি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা করেন, তবে সম্প্রীতি, সোনার বাংলা অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই