স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জয়পুরহাটে শতাধিক ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের শহরের একটি কমিউনিটি সেন্টারে টি সি হেলথ কেয়ারের জয়িতা স্যানিটারি ন্যাপকিনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ছাত্রীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকসেদুল আমিন টি সি হেলথ কেয়ারের চেয়ারম্যান আবুল বাসার চৌধুরী তরঙ্গ, ব্যাবস্থাপনা পরিচালক আরিফা চৌধুরী, জয়পুরহাট গ্রাজুয়েট নার্সিং কলেজে অধ্যক্ষ লুৎফূন্নেছাসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ