ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক নাসির উদ্দিনের (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার পাগালা থানার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল সেতুর পাশের একটি ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই হত্যা করা হয় নাসির উদ্দিনকে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন নাসির উদ্দিন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করেও তার সন্ধান পায়নি। এরপর রবিবার সন্ধ্যায় নাসিরের ভাই নুরুল আমিন গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডি প্রতিদিন/এএম