ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে দিন-দুপুরে বোমা ফাটিয়ে ‘ফিল্মি স্টাইলে’ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজুল ইসলাম প্রকাশ বোমা সিরাজ (৪০), বেলাল হোসেন সৌরভ (২৭) ও মো. মোস্তফা (৪২)।
গত রবিবার দুপুরে পৌনে ২টার দিকে জমাদার বাজারের অর্জুন স্বর্ণ শিল্পালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় ডাকাতদের হামলায় দোকানের মালিক অর্জুন ভাদুড়িসহ দুইজন আহত হয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন জানান, এ ঘটনায় এ পর্যন্ত তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আরও কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছি। ভিকটিম অসুস্থ থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
অর্জুন স্বর্ণ শিল্পালয়ের মালিক অর্জুন ভাদুড়ি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে থাকার কারণে মামলা করা হচ্ছে না বলে জানান তার ভাতিজা মানিক ভাদুড়ি।
অন্যদিকে, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল মাশকুর রহমান, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন ও ফেনী জেলা জুয়েলার্স সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু ও উপজেলা জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ। এসময় জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ ও পৌর মেয়র অবিলম্বে ডাকাত দলকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।